শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - পিনাকী সেন

শরসন্ধান
পিনাকী সেন


এবার কি দেখছ অর্জুন
চোখ শুধুই চোখ
চোখেরও গভীরে আরও কত কি
পড়ে শোনাই তবে
খবরদার
ও চোখের অতলে যেও না আর
ফেরার পথ পাবে না যে
তার চেয়ে বরং দৃষ্টি বিস্তার কর আরও
অগভীর হও
পাখির চোখ ঠিক রেখে লক্ষ্য স্থির কর
তোমাকে নোতুন এক কৌশল শেখাই

কি দেখছ অর্জুন
অনন্য চাঁদপানা মুখ
টিকালো নাক পুরুষ্টু লোভনীয় ঠোঁট
তবে কি চুম্বন করি
অত সহজেই আটকা পরবে
অগভীর হও আরও

অনবদ্য নিরাবরণ নিখুঁত নিটোল মানসী
তবে কি আলিঙ্গন করি
চূড়ান্ত লক্ষ্য এখনই বিস্মৃত হবে

প্রথম ভোরের রোদে শৃঙ্গার
মেঘলা চুল আকাশী আঁচলে মিশেল
হাজারো হলুদে সবুজে কাঁচুলি থেকে মেখলা
এবার তবে উন্মুক্ত করি
ও বস্ত্রের প্রান্ত খুঁজেই পাবে না তুমি
আরও আরও অগভীর হও

সদ্যস্নাতা যুবতি তার সদাব্যস্ত চিদাকাশ
ঘন রঙিন দুর্গম মন উচ্ছল খালবিল নিয়ে একাকার
রঙ শুধুই রঙের খেলা
ক্রমশ সাদা কালো আর আকার
নানান আকৃতি মিলেমিশে রেখা
পারস্পরিক কাটাকুটিতে বিন্দু
শুধুই বিন্দু বৃত্তবৎ শূন্য চারিদিকে
এবার
এবার শরসন্ধান কর পার্থ
সেই খানে