শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - বাণীব্রত কুণ্ডু

আকাশ ডিঙোনো খেলা
বাণীব্রত কুণ্ডু


কি জানি কি বলি,
যত সন্ধ্যের অলিগলি জীবনেতে এসে মেশে!
জীবন বিরাম চায়, তবু প্রাণ ছাড়ে না তো তাকে!
যতদিন বাঁচা যায় হৃদয়কে তুলে রেখে,
আকাশ ডিঙোনো খেলা খেলে গেছে জোনাকি আর তারাদের সাথে!

কিছু নদী ভুল বোঝে, জোনাকিতে তারা খোঁজে!
ভেঙে যায় চুড়ি ও নুপূর!

দূরে তারা দূরে থাকে, নদী তবু বয়ে যাবে
তারা থেকে তারাদের খোঁজে!
জোনাকিরা আলো দেবে, জোনাকিরা নিভে যাবে;
ভালোবাসা নদী পাবে অন্য তারার ভোরে!