শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - অশোক দেব

প্রাপ্তি
অশোক দেব



পায়ের পাতা পড়ে আছে -
এক পাটি এদিকে, অন্যটা একটু দূরে ।
কে যেন এসেছিল, ফেলে গেছে ।
তাদের গায়ে গায়ে লেগে আছে শুকনো প্রণাম, কার যেন ।
একটু পথশ্রম আছে, এখনও দগদগে ঘায়ের মত ।
আলো নিয়ে যাই, নুয়ে দেখি, কার ? কার হতে পারে ?

এমন সময় অকালজ্যোৎস্না বেজে ওঠে আকাশে ।
চন্দ্ররহিত সেই জ্যোৎস্না শুধু এইখানে আসে, আসে এই বিদেহীদের পাড়ায় ।

আপনি, এখানে ?
-  পেছনে তাকিয়ে দেখি, আমার করুণাকাল, তার টি শার্টে জন্মপূর্ব সাল লেখা আছে ।
আপাদমস্তক দেখি তাকে ।

পা আছে, পায়ের পাতা নেই, প্রণাম লেগে আছে ।