শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - শুভেন্দু দেবনাথ

দিন যাপন
শুভেন্দু দেবনাথ


যাপনের দিন ফুরোলে শাটার নামিয়ে অসুখ নামে
বুদবুদ শ্বাসে অভ্যস্ত মাউথ অর্গান জুড়ে কোলাজ দৃশ্যাবলি,
জড়ানো বালিশের স্বপ্নে উত্তাপ ছড়িয়ে
ভুলিয়ে দেয় ঘোরগ্রস্ত উত্তেজনার কথা
নিহত রোদের ছায়ায় তোমার সদ্যোজাত ঘুমে
বিস্মৃতির ছুরিতে লেগে থাকে কিছু আদরের দাগ
কেউ কেউ পুড়ে যাচ্ছে বলে কেউ কেউ আলো পাচ্ছে
চুমুর শব্দে আজকাল আগুন জ্বলে না বলে
ভেতরে ভেতরে টের পাই অন্তহীন চিতার দহন
দু’টাকার সিল্ককাটে ঠোঁটের প্রতিবিম্বে
অন্ধকারের গায়ে লেগে থাকে কিছু প্রলাপের জলছাপ
ঝুলে পড়া স্তন থেকে ঈষৎ বিরহ নেমে এলে
নিজের দিকেই টিপে দিতে পারো নিঃসঙ্গতার পিস্তল।।
মাঝরাতে আমাদের স্মৃতি ফিরে গেলে অন্ধকারে
টলোমলো করে উঠবে আমাদের জীবন।।