প্রীতম ভট্টাচার্য্যর দুটি কবিতা
পোকা
নির্বান্ধব পোকা একা আলোক বৃত্তে ঘোরে
সাধ তার বৃত্তশালী হতে
সাধ তার সমৃদ্ধি পাথর
বৃষ্টির মতো কাছে যাব ওর
ছায়া ও শিকড় দিয়ে ওকেই আলোক
ওই ইচ্ছুক পোকাটিকে
সার্থক পতাকা বানাবো ।
অনু কবিতা
বালিশের কাঁধ থেকে সরে গিয়ে
সঙ্গিহীন পড়ে থাকে মাথা
আবছা কানে আসে বাসি হাওয়া
আর সাদা কাগজের
নিচুস্বরে ফিস্ ফিস্
খাতার কিনারে পড়ে থাকে
মরা মথ ছেঁড়া মথ ধুসর গুঁড়ো মথ
আর বুকের বোতাম খোলা সবুজ কলম ।
পোকা
নির্বান্ধব পোকা একা আলোক বৃত্তে ঘোরে
সাধ তার বৃত্তশালী হতে
সাধ তার সমৃদ্ধি পাথর
বৃষ্টির মতো কাছে যাব ওর
ছায়া ও শিকড় দিয়ে ওকেই আলোক
ওই ইচ্ছুক পোকাটিকে
সার্থক পতাকা বানাবো ।
অনু কবিতা
বালিশের কাঁধ থেকে সরে গিয়ে
সঙ্গিহীন পড়ে থাকে মাথা
আবছা কানে আসে বাসি হাওয়া
আর সাদা কাগজের
নিচুস্বরে ফিস্ ফিস্
খাতার কিনারে পড়ে থাকে
মরা মথ ছেঁড়া মথ ধুসর গুঁড়ো মথ
আর বুকের বোতাম খোলা সবুজ কলম ।
2 comments:
খুব সুন্দর কবিতা।
ভীষণ ভালো লাগলো।
একটি মন্তব্য পোস্ট করুন