সোমবার, ডিসেম্বর ৩১, ২০১২
  কবিতা
 
পুরুষ, তোমাকে
 কচি রেজা 
 
 তার সুষ্ঠু উরু ছিল ঠিক তোমার প্রেমিকার মতো
 তার দৃপ্তস্তনে জ্বলে উঠেছিল আলো
 তুমি রুদ্ধ করে দিলে নিজের পিপাসা
 আর কুয়াশা ভিজিয়ে লাল করে দিলে ডিসেম্বর
 
 সে মরে যেতে যেতে মেরে গেছে আমাকেও
 
 গাল পেতে কীভাবে চুম্বন নিই বলো?  
 
 
 
 
          
      
 
  
 
 
 
   
 
দিদি... কুর্ণিশ জানাই।
উত্তরমুছুন