বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১২

কবিতা - অর্ক পাল



দাদা, দেশের যে কি হবে ?
অর্ক পাল

অন্ধকারে আলোর দল জীবন খুঁজে পায়
আর, এক ভয়ংকর আগুন আলোকিত করে
ধ্বংস করে কুটির কুঠির, কি আসে যায় !
আমি ভালো আছি ! দারুন বেঁচে আছি !

পেটের দায়ে নিম্ন-মানব আগুন খেলা খেলে
অগ্নিনৃত্য দহন করে... মানব ভবিষ্যৎ
তবুও আলো দেখে টুকরো প্রয়াস জাগে মনে
অতসবাজি সাজাই , উৎসবের আপন মুহূর্তে
শুধু মৃত্যু মুখে ঠেলে দেই ওদের...ওই যে আনন্দ পাবো !
"
গৃহ আমার আলোকিত হবে ওই চিতাগুনে" ।

শুদ্ধি হবে অগ্নিদগ্ধ কালো-মনুষ্যের পোড়া-মাসে !
আর কি ! কিছু টাকা গুজে দেবো প্রশাসনে, আর নিম্ন-গৃহে
পড়বে না হাতে সত্য লোহার কড়া ! শোক পালন মিনিট খানেক করেই দেবো ।
পবিত্র মনে সাদা পাজামা পরিধানে বারান্দায় আরাম কেদারায় বসবো,
অডার করে বলবো " এক কাপ চা দেতো , সাথে করে খবর কাগজও আনবি "
পড়বো নিজের সু-কৃত্তি , দেখব হাহাকরা ; উন্নত স্বরে বলবো " দাদা, দেশের যে কি হবে ?"
যাক ! আমি ভালো আছি ! দারুন বেঁচে আছি !