রবিবার, ২১ জুলাই, ২০১৩

কবিতা - তন্ময় ভট্টাচার্য

প্রাথমিক ধাপে
তন্ময় ভট্টাচার্য


শহর কলকাতার হেরিটেজ চিড়গুলো
ধারণ করেছি বলে
বেদাত্রয়ীর চোখে ঘুম নেই
#
লতানে হিসেব ঢেকে ছিটকে বেরোতে চায়
প্লাস-মাইনাস স্থিতিশীলতা
#
শহীদ স্মরণে আমি কেন্দ্রে দাঁড়িয়ে
কিছু নাগরিক ভিক্ষুক স্বভাবের থুতু ছেটালেও
লাল ইঁট সাদা হবে না
#
বেদাত্রয়ীর হাতে রং-তুলি। ভেবেছিলো
শৈল্পিক সাধনায়
আমার ফাটল বোজাবে
#
খড়খড়ি তুলে দিতে কাটা-কাটা রোদ এসে
কি স্পষ্ট করে দিলো প্রতিটা হিসেব, আয়োজন
#
জার ঘেঁটে স্মৃতি ছাড়া কিছু উঠবে না
আমি বেদাত্রয়ীকে ছেড়ে
নাটমন্দিরে মিশে গেছি