দুটি কবিতা
দেবাশিস মুখোপাধ্যায়
বৃষ্টিদিন
বৃষ্টির ভিতর গান রেনকোর্টের
জানালায় মেঘের গাছ নিয়ে দেখেছ কি
আমার দিন ফুরালো শাওন স্বপ্নে
আবার এসেছ আষাঢ় আর ছায়াচোখে
পড়ে ফেলেছি কায়াহীনের আষাঢ়ে গল্প
ছাদের পাইপ বেয়ে নেমে আসা
হাইড্রেন আর রাস্তায় অভার বাউন্ডারি
বাউণ্ডুলে আমাকেও আটকে রাখে দেওয়ালে
আর রঙচটা পোস্টারে চোখকেও
ফোঁটা ফোঁটা কবিতায় দিলে
জমা জলে উদোম চান আর ভাটিয়ালি
ভাসান সে কাগুজে নৌকার -- হৃদয়ে নোটিস
হারানো প্রাপ্তি নিরুদ্দেশ
মজা জলা মজা সেরে নেয় টাপুরটুপুরে
বজ্র-বিদ্যুতেও পাড়াজুড়ে কই-কই রব
রবিবার আর রবিতে থাকল না ...
ভাঙনের সময়
তুমি কখন মেয়ে হয়ে যাও
ব্যালকনিতে দাঁড়িয়ে মেপে নাও
হেঁটে যাওয়া পুরুষ শরীর
চুল থেকে ঝরে পড়া জল
বুকের দেয়াল বেয়ে আরো গভীরে
#
ভেঙে যাওয়া আয়নায় ছড়ায় ভাবনা
আর তুমি প্রস্তুত করো স্বরলিপি
আত্মহত্যার
#
পাথুরে জমিতে এভাবেই এসে পড়ে
রক্তকরবী
দেবাশিস মুখোপাধ্যায়
বৃষ্টিদিন
বৃষ্টির ভিতর গান রেনকোর্টের
জানালায় মেঘের গাছ নিয়ে দেখেছ কি
আমার দিন ফুরালো শাওন স্বপ্নে
আবার এসেছ আষাঢ় আর ছায়াচোখে
পড়ে ফেলেছি কায়াহীনের আষাঢ়ে গল্প
ছাদের পাইপ বেয়ে নেমে আসা
হাইড্রেন আর রাস্তায় অভার বাউন্ডারি
বাউণ্ডুলে আমাকেও আটকে রাখে দেওয়ালে
আর রঙচটা পোস্টারে চোখকেও
ফোঁটা ফোঁটা কবিতায় দিলে
জমা জলে উদোম চান আর ভাটিয়ালি
ভাসান সে কাগুজে নৌকার -- হৃদয়ে নোটিস
হারানো প্রাপ্তি নিরুদ্দেশ
মজা জলা মজা সেরে নেয় টাপুরটুপুরে
বজ্র-বিদ্যুতেও পাড়াজুড়ে কই-কই রব
রবিবার আর রবিতে থাকল না ...
ভাঙনের সময়
তুমি কখন মেয়ে হয়ে যাও
ব্যালকনিতে দাঁড়িয়ে মেপে নাও
হেঁটে যাওয়া পুরুষ শরীর
চুল থেকে ঝরে পড়া জল
বুকের দেয়াল বেয়ে আরো গভীরে
#
ভেঙে যাওয়া আয়নায় ছড়ায় ভাবনা
আর তুমি প্রস্তুত করো স্বরলিপি
আত্মহত্যার
#
পাথুরে জমিতে এভাবেই এসে পড়ে
রক্তকরবী
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন