রবিবার, ২১ জুলাই, ২০১৩

গুচ্ছ কবিতা – স্নিগ্ধদীপ ঘোষ

গুচ্ছ কবিতা
স্নিগ্ধদীপ ঘোষ



স্বাদ বদলের কবিতা ১

উদ্বেল ছুটে যাই সর্ষে খেতের আলে
পকেট ভর্তি আমের কলি, বাসক ফুল
কাঁদরের জলে প্যান্ট ভিজিয়ে হাসি,
সাদা বক আর রুপাই আমার বন্ধু

সরস্বতী সব ভালবাসা দেয়নি
উন্মুক্ত সাওয়ারে চুবড়ি ভেজে ব্রজবাসী মিথ

ডোরবেল গেয়ে যায় দিনাতিপাতের গান। টুং টাং...


স্বাদ বদলের কবিতা ৩

সাইকেল চড়ে এসে
টুক করে নেমে আসে ভালবাসা
তোর জন্যেই ভিক্ষে করে আনি
এক ঝুলি নীল অপরাজিতা।
- সাঁই তোর চাদর কোথায়?

এখনো বিকেল।
অচিন পাখি বহুমাত্রিক রাগ শোনে মলিন একতারায়

সূর্য নিভে গেলে মেঘপিওনের শ্বাস শোনা যায়


স্বাদ বদলের কবিতা ৪

গমের শিষে গঙ্গা ফড়িং দেখেছি
ঝাউবন, চন্দনা সাদা বাছুর দেখেছি
শ্রীমতী আলতা দেখেছি আমি, মিছিল, জাহান্নাম
প্রকৃতির আগে নাড়ি দেখেছি একমনে

ঢেউ দেখে এসে
মা ডাকতে গিয়ে আমি তোমায় ডেকে ফেলেছি


স্বাদ বদলের কবিতা ৫

ডুঙির তল ভেজা জল খেয়ে যায় বিকেলের বক
পালুই এর উপর বসে চোরকাঁটা ছাড়াই , আর
রাজকীয় লেকচার শুনে যায় কালো গরু ও সাদা গরু
কর্ষণে লাল মাটি হেসে গায় হুনা হুম হুনা

লালাভ আলোয় ধানের ডুলি বাড়ি ফিরে গেলেও
কিছু শ্বাসগন্ধ কাব্য হয়েই থেকে যায়। সঙ্গোপনে

বখশিশ দিলেও ওয়েটার আর পান্তা ভাত দিয়ে যায় না