মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০১৪

কবিতা - ইন্দ্রনীল চক্রবর্তী

দুটি কবিতা
ইন্দ্রনীল চক্রবর্তী


চলে যাবার পরে


গত পরশু থেকে যাওয়া সেই শুরু;
পরে আসবে কিনা ঠিক ঠিকানা নেই।
কফির গন্ধ, সিগারেটের শেষটুকু-
সব মিলিয়ে প্রত্যাবর্তনের পালা।
সমাজ তার আকৃতি নিয়ে ছাঁচ ঢালছে,
আর বিকেলে ঝড় হতে রাতের তারা উঠার মতন
আমি হেঁটে এসেছি পিছনে আনেকটা পথ
কাছ থেকে দেখার ত্রুটিবিচ্যুতি সঙ্গে নিয়ে।
শুধু ‘ঠোঁট দুটি তোর’, ‘ঠোঁট দুটি তোর’ পাখি উড়ে যায়
অসমাপ্ত ঝড়ের স্মৃতি নিয়ে।


শব্দহীন


শব্দহীন হয়ে যাবার পর
আর কতটা শব্দ লাগে
শব্দকে জাগাতে।
             ঠিক ততটা
যতটা লাগে প্রাচীন বুড়ো ফোনে
স্পন্দন জাগাতে
কিম্বা
প্রত্নঘরে সংরক্ষিত মস্তিষ্কে
রক্ত জোগাতে।