নির্মাল্য বন্দ্যোপাধ্যায়ের কবিতা
১.
নৌকারও দায় আছে জানো
ডুবে গিয়ে সাঁতার শেখানো
২.
ধুলো হয়ে সাহসী এসেছি
তুমি আর ভাঙ্গতে পারবে না
৩.
নিপুন দর্পণ থেকে দীর্ঘ এক শ্বাস ভেসে আসে
পারার ওপার থেকে বেজুবান বেওকুফ হাসে
৪.
ভালো থাকলেই পায়ে পায়ে ঘোরে ভয়
সীমানা ছাড়িয়ে হারালে গা-শিরশির
তাই থেকে যাই গন্ডীগোপন স্থির
না-ভালো থাকার ফন্দিফিকিরময়
১.
নৌকারও দায় আছে জানো
ডুবে গিয়ে সাঁতার শেখানো
২.
ধুলো হয়ে সাহসী এসেছি
তুমি আর ভাঙ্গতে পারবে না
৩.
নিপুন দর্পণ থেকে দীর্ঘ এক শ্বাস ভেসে আসে
পারার ওপার থেকে বেজুবান বেওকুফ হাসে
৪.
ভালো থাকলেই পায়ে পায়ে ঘোরে ভয়
সীমানা ছাড়িয়ে হারালে গা-শিরশির
তাই থেকে যাই গন্ডীগোপন স্থির
না-ভালো থাকার ফন্দিফিকিরময়
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন