নশ্বর পয়ার
সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
যত ডাকাডাকি হোক, ফিরে তাকিও না।
হৃদয় উদ্বেল হোক, নিরাসক্ত থাকো।
সন্ন্যাস তোমার ধর্ম, সংযম-ই জীবন,
লালসা-আসক্তি-মায়া জয় করতে হয়।
পূর্ব-আশ্রমের যত ক্ষোভ অপমান
শর্তহীন সমর্পণ ক’রে গুরু-পায়ে,
দিনান্তে পাঠের শেষে শিষ্য অতঃপর
নিজহাতে মাধুকরী সিদ্ধ করে খায়।
জপতপ সারা হলে নিদ্রা অভিমুখে
নিশিডাকে পিশাচিনী হাতছানি দেয়!
মাঝরাতে একা সেই ডাক শুনে শুনে
সন্ন্যাসী গেরুয়া রঙে আগুন লাগায়...
সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
যত ডাকাডাকি হোক, ফিরে তাকিও না।
হৃদয় উদ্বেল হোক, নিরাসক্ত থাকো।
সন্ন্যাস তোমার ধর্ম, সংযম-ই জীবন,
লালসা-আসক্তি-মায়া জয় করতে হয়।
পূর্ব-আশ্রমের যত ক্ষোভ অপমান
শর্তহীন সমর্পণ ক’রে গুরু-পায়ে,
দিনান্তে পাঠের শেষে শিষ্য অতঃপর
নিজহাতে মাধুকরী সিদ্ধ করে খায়।
জপতপ সারা হলে নিদ্রা অভিমুখে
নিশিডাকে পিশাচিনী হাতছানি দেয়!
মাঝরাতে একা সেই ডাক শুনে শুনে
সন্ন্যাসী গেরুয়া রঙে আগুন লাগায়...
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন