মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০১৪

কবিতা - পবিত্র আচার্য

দুটি কবিতা
পবিত্র আচার্য



[১] ব্ল্যাক এন্ড হোয়াইট

রাংতা পরানো আলুথালু চয়নিকা। আলজিভ চেটে খায় অদেখা বিশ্বাস। গুটি বসন্তের মত অন্ধকার ফুটে বেরিয়েছে সারা শরীরে। কুয়াশা ছুঁয়ে বসে আছে হিম তারানা। তর্জনী গোল গোল নিঃশ্বাসে হেলে পড়ে। কানা গলির জেহাদি চত্বরে যে খুদ পড়ে ছিল, কুড়িয়ে নিয়েছে পায়রা শাবক। এখন লেজ নাড়া ছাড়া উপায় নেই। স্মৃতির সেলুলয়েড থেকে দানাপানি কুড়ানো। ফোমে ভেজা ছাই স্তূপ চোরা, টানতে পারে পাতালের দিকে। রঙিন জামানায় ফ্রেম বন্দী সাদা কালো ছবি।।



[২] বিবর্তন

ভাব কোষ সার্কাস এ মেতে ওঠে। রোমহর্ষক টর্নেডোর মধ্যে ঝাঁপ দেই। মিনিট এর আবছা ফ্ল্যাশ হিজিবিজি। জলছাপ গুনতে গুনতে উঁইঢিপি। অপেক্ষমাণ বিপ্লব ঝুলে আছে মৃত সভ্যতার সুতোয়। আধুলির নাভিতে রাখা উত্তেজনা। শব্দ দের ডুবছায়া হাজার কল্পনার ভিড়ে ঠাসা। “কাঠপুতলিয়া” এক বিশেষ জেনাস, বিবর্তন। গর্ভ গৃহে মেসোপটেমিয়া খোলস ছেঁড়ে, শতাব্দীর নগ্ন ক্লিভেজ এ রূপান্তর।।