আলো-আঁধার
রাজীব
একটুখানি আঁধার ছিল ----- হয়ত কোথাও আজও আছে ,
বই খাতাতে হলুদ আলো , চিমনি কালো ----- ধোঁয়া সাথে ;
জোনাকিদের ঝাড়বাতিতে রাত্রি হত আলোকময়
জলসা হত ব্যাঙের ডাকে
বাঁশের ঝোপে , পাতার ফাঁকে গান শোনাত বাতাস এসে ;
চাঁদও ভেসে আসত কাছে ----- এমনি ছিল মহোৎসব !
পঙ্খিরাজে আসত চড়ে সুদূর দেশের রাজকুমার ,
পেঁচার সাথে উঠত হেসে দৈত্য রাজা ,ডাইনি বুড়ি ;
জিন ,পরি ,ভূত নাচত এসে নারিকেলের পাতায় ঝুলে ।
স্বপ্ন সেদিন সত্য ছিল ---- দুচোখ মেলে দেখতে পেতাম ;
মন্ত্রে যেন খুলত সেদিন সকল দুয়ার ------ আজ অজানা ,
সে পথ খুঁজে পাইনা যে হায় হাজার মাথা খুঁড়েও আর !
অমাবস্যায় শ্মশান দিয়ে হেঁটে যেতে বুক কাঁপে না ,
দিগন্তে সেই হারিয়ে গেছে স্বর্ণভরা সোনালি দেশ ------
ওই তারাদের আলোর তলে আজও কি লেশ মিলবে কিছু ?
মরা নদীর পিছু গেলে মেলে কি তার শুরুর দেখা ?
আঁধার এখন আঁধার শুধু , একলা কেবল আকাশে চাঁদ ;
স্বপ্নগুলো হারিয়ে গেল হয়ত কালো মেঘের ভিড়ে ;
ঘুম আসে না , জানলা খুলে চেয়ে থাকি --------
ভীষণ আঁধার , জোনাকি সব কোথায় গেল ?
রাজীব
একটুখানি আঁধার ছিল ----- হয়ত কোথাও আজও আছে ,
বই খাতাতে হলুদ আলো , চিমনি কালো ----- ধোঁয়া সাথে ;
জোনাকিদের ঝাড়বাতিতে রাত্রি হত আলোকময়
জলসা হত ব্যাঙের ডাকে
বাঁশের ঝোপে , পাতার ফাঁকে গান শোনাত বাতাস এসে ;
চাঁদও ভেসে আসত কাছে ----- এমনি ছিল মহোৎসব !
পঙ্খিরাজে আসত চড়ে সুদূর দেশের রাজকুমার ,
পেঁচার সাথে উঠত হেসে দৈত্য রাজা ,ডাইনি বুড়ি ;
জিন ,পরি ,ভূত নাচত এসে নারিকেলের পাতায় ঝুলে ।
স্বপ্ন সেদিন সত্য ছিল ---- দুচোখ মেলে দেখতে পেতাম ;
মন্ত্রে যেন খুলত সেদিন সকল দুয়ার ------ আজ অজানা ,
সে পথ খুঁজে পাইনা যে হায় হাজার মাথা খুঁড়েও আর !
অমাবস্যায় শ্মশান দিয়ে হেঁটে যেতে বুক কাঁপে না ,
দিগন্তে সেই হারিয়ে গেছে স্বর্ণভরা সোনালি দেশ ------
ওই তারাদের আলোর তলে আজও কি লেশ মিলবে কিছু ?
মরা নদীর পিছু গেলে মেলে কি তার শুরুর দেখা ?
আঁধার এখন আঁধার শুধু , একলা কেবল আকাশে চাঁদ ;
স্বপ্নগুলো হারিয়ে গেল হয়ত কালো মেঘের ভিড়ে ;
ঘুম আসে না , জানলা খুলে চেয়ে থাকি --------
ভীষণ আঁধার , জোনাকি সব কোথায় গেল ?
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন