মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০১৪

কবিতা - মনোরঞ্জন বর্মণ

বাল্যত্ব বিলাস
মনোরঞ্জন বর্মণ


আকাশ তোমায় দিয়ে দেব
খোলা জানালার পাশে
তুমি নীল পাখি হয়ে উড়বে ,
মনের স্বাদ মিটিয়ে পেখম তুলে ।
যা পাওনা তোমায় দেব হাতের কাছে
চোখ জুরিয়ে দেব তোমার স্বাদে ।
তুমি চাও একটা খোলা মাঠ
কিছু সঙ্গী ,আর প্ৰাণ ভরে খেলতে;
পাঠ্য বই থেকে চাও একটু বিরতি ।


সভ্যতা তোমাদের চাওয়া থেকে দেয় বেশী
যেটা তোমরা চাওনা ,
যেটা চাওয়া সেটা ভবিষ্যত ।
একটা একটা পাখনা রঙিন দেখায়


বিদ্যার দেবত্বে ।


তুমি সেই বাল্য কাল ,
তোমার আমার সবার ।
ভিডিয় গেম খেলার সাথী যেখানে.......