মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০১৪

কবিতা - অভিষেক চক্রবর্তী

এই সব ঘরের গল্প
অভিষেক চক্রবর্তী


আমার ঘর রোজ দুপুরে মরে যায়
আর আমি নেশা...
দুপুরের জানলা রোদ মাখে...খেলে,আর নয়
বরং একটু পঞ্জিকা পড়া যাক
পুরোনো পঞ্জিকায় বৃষ্টিরা গাছ আঁকে
বালিশের চোখ জড়িয়ে যায় ঘুমে
বালিশের ক্ষিদে পায়
জ্বর পায়
এত রাত হয়ে গেল আজ
বাড়ি আয়
বাড়িতে ঘরেরা থাকে
অ্যান্টিবায়োটিক থাকে
টিকটিকিরা দেয়ালে হসপিটাল খোলে
জিরো ওয়াট বাল্ব
চোখ বুজে থাকা কিছু হলুদ সুইচে
হাত হড়কে যায়
মনে করো আর একটু
অন্ধকার আর
এইসব রাত্তিরের খাবারে এত অভিমান
জমে থাকে কেন
চলো ছবি আ৺কি
পেন্সিল,রং
আবছা ঘুম---এভাবেই কাটাচ্ছি
বরবাদ হওয়াগুলো...