মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০১৪

কবিতা - সোমাভ রায়চৌধুরী

দুটি কবিতা সোমাভ রায়চৌধুরী



১) বৃষ্টিস্নাত

এই দীর্ঘ দুপুরে কোন অচেনায় চললে তুমি হেমন্তগামী পাখি ?
হ্রদটাকে বিছানা মনে ক'রে একটু জিরিয়ে নাও
আত্মজীবনীতে এসব ঘটনার উল্লেখ থাকবেনা
যেমন, উত্তরবঙ্গের মৌন সংলাপ - আমার ময়না-তদন্ত করলে,

তবেই পাওয়া যাবে।
জ্যোৎস্নায় স্নান সেরে একটু বোসো
নাকি অ্যালজাইমারে আক্রান্ত তুমিও
আমার মতো অবুঝ- অবোধ শিশু হয়ে
পিচরাস্তাকে পুকুর ভেবে ব'সে আছো
মাথার ওপর গজিয়ে উঠছে লটকে লট মাল্টিন্যাশনাল
আর তার ছাদে বৃষ্টি হয়ে ঝরছে -
তোমার বয়স।



২) আমারও রয়েছে কিছু

আমারও রয়েছে কিছু নাগরিক রূপকথা নয়ের দশক
পাহাড়িয়া লুকোচুরি, ধোঁয়াটে সময় ধ'রে হাত
হাঁটিয়েছে বি.টি.রোড ; রবিদার ঠেক মাঝরাতে
দু'বুকের কলমী শাক দিয়ে ঢেকে মগজের মাছ

শাইলক শাইলক তবু দুঃস্বপ্নের ঘোরে উফ
যাচ্ছেতাই ঘাম ...
অভ্যেসে সিগ্রেট ...
ফুলহাতা মহাকাল কি কসমিক কেরোসিনে পোড়ে ?

মনে পড়ে সিন্ডারেলা, মন্দিরের গেটে ব'সে জুতোর প্রহরী
'এনিগমা' ভিডিও ফিতে, ফিরছি ফের নয়ের দশক
ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে চিলেকোঠা, তেতলার ছাদ
বিষাদী মেয়ের রূপ- কথা দিয়ে ছুঁলো অনিবার্য কালপুরুষ।