মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০১৪

কবিতা - মিলন চট্টোপাধ্যায়


আমি ও আমার শব্দরা
মিলন চট্টোপাধ্যায়



আজকাল কি যে লিখি
নিজেই বুঝিনা !

কিছু শব্দ হঠাৎ এলোমেলো হাওয়ার মত আসে
উষ্কোখুষ্কো করে কাঁপিয়ে দিয়ে চলে যায়
আপাদমস্তক ...

লিখতে বসার সময়
কলম সরেনা ।
অন্তহীন অপেক্ষার পর কচিৎ দু'একটা আসে
পণবন্দী মানুষের মত ফিরে !

আবার একটি ব্যর্থ কবিতার জন্ম দিই আমি ।

সেলাই ছিঁড়ে যায়