মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০১৪

কবিতা - সুমিত রঞ্জন দাস

সুচেতনা-১০
সুমিত রঞ্জন দাস



আজ শেষ দিন সুচেতনা,
এর পর খুলে যাবে নিষিদ্ধ দরজা
তোমার অবিন্যস্ত চুলের উদাসীনতা
                         ছড়িয়ে পরবে নটরাজ ভঙ্গীমায়
ধ্রুপদী সময়ের কাছে বাঁধা পরা
মানবিক সম্পর্কের অনুকেন্দ্রিক বৃত্তগুলো
আত্মসাৎ করবে তোমাকে চৌকাঠের কিনারায়
আর কোনদিন জমে উঠবে না
                         অন্তর্বর্তী গল্পগুলো
                         কেউ ডাকবে না তোমায়,
দেখেছ,
ভোরের পাখির বোধন শেষ
আশ্রয় নিয়েছে কুলায়
নিষিদ্ধ সম্পর্ক জন্ম দিয়েছে
অনেক নতুন জীবন
সার্নের টিউবে বেড়ে চলেছে
মনোজগতের যত রহস্য;
অথচ আজ,
সৃষ্টি শেষে বিচ্ছিন্নতা কুড়িয়ে নেয়
কাগজবিক্রেতা
ধ্বংসাবশেষ পড়ে হেসে ওঠে শ্রমিক
অক্ষমতা কেড়ে নিয়েছে তার মজুরী,

শুধু প্রতিদিন আয়ু কিনে বেঁচে থাকা
মুখের বলিরেখা বলে ওঠে
সুচেতনা, যবনিকার আর দেরী নেই। 


2 comments:

Soumitra Chakraborty বলেছেন...

প্রতিদিন আয়ু কিনে বেঁচে থাকা ...

ফ্যান্টাসি রিয়েলিটির গলাগলি।

দারুণ লাগলো।

Soumitra Chakraborty বলেছেন...

প্রতিদিন আয়ু কিনে বেঁচে থাকা ...

ফ্যান্টাসি রিয়েলিটির গলাগলি।

দারুণ লাগলো।