দুইটি কবিতা
হাসান মসফিক
রাত, তুমিও ধূম্রলতা
... বাড়ানো হাতকে যতবার ধরতে চেয়েছি
আরও উপরে আরও উপরে উঠে যেতে থাকে
হে বিষ মাখা তীর আমার গুলামি কি তবে মঞ্জুর নয়
বুকপকেটকে তবে বাগান বলে গেলে কেন
ঋতুর ডাকনাম তবে কেন নদী
ওহে বটফুল আমারে তবে একবার জাগাও
আমাকে ছুঁতে দাও আঙুরলতা
ভুলায়ে দাও ঘুমেদের শীতল বিকেল
লাইন পেতে দাঁড়িয়েছি নিমকি বিস্কুটের লোভে
আমার সুতোয় একবার টান মারো
একটানে লেখা শেষ করে যাবো ...
মন জাগে, তালুতে তালুতে লুকানো শ্যামল বৃক্ষবীজ
ছায়া নাচ ও গান রেখা
মিলিয়ে যাও ছায়ানাচ, গানরেখা
সংক্রামক আশাবোল আর ফুটোনা!
পাখি পাখি বলে দুপুরের চিৎকারগুলো
কুড়িয়ে নাও বুনো প্রজাপতির ঘ্রাণ;
বলো- সুতোয় গজালে ঘাস মোহরের
কী লাভ হবে
ওরাও জানে, দরিয়া ডাকলে নদীর গ্রাম
বদলে যায়
ছোটোদের বাগানে বায়ুভ্রূণ চরে
যতো পারো, দ্রুত মিলিয়ে যাও
গানেগান রেখা
হাসান মসফিক
রাত, তুমিও ধূম্রলতা
... বাড়ানো হাতকে যতবার ধরতে চেয়েছি
আরও উপরে আরও উপরে উঠে যেতে থাকে
হে বিষ মাখা তীর আমার গুলামি কি তবে মঞ্জুর নয়
বুকপকেটকে তবে বাগান বলে গেলে কেন
ঋতুর ডাকনাম তবে কেন নদী
ওহে বটফুল আমারে তবে একবার জাগাও
আমাকে ছুঁতে দাও আঙুরলতা
ভুলায়ে দাও ঘুমেদের শীতল বিকেল
লাইন পেতে দাঁড়িয়েছি নিমকি বিস্কুটের লোভে
আমার সুতোয় একবার টান মারো
একটানে লেখা শেষ করে যাবো ...
মন জাগে, তালুতে তালুতে লুকানো শ্যামল বৃক্ষবীজ
ছায়া নাচ ও গান রেখা
মিলিয়ে যাও ছায়ানাচ, গানরেখা
সংক্রামক আশাবোল আর ফুটোনা!
পাখি পাখি বলে দুপুরের চিৎকারগুলো
কুড়িয়ে নাও বুনো প্রজাপতির ঘ্রাণ;
বলো- সুতোয় গজালে ঘাস মোহরের
কী লাভ হবে
ওরাও জানে, দরিয়া ডাকলে নদীর গ্রাম
বদলে যায়
ছোটোদের বাগানে বায়ুভ্রূণ চরে
যতো পারো, দ্রুত মিলিয়ে যাও
গানেগান রেখা
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন