কেউ এসেছিল
সেখ সাহেবুল হক
টিকটিকির লেজে খসে যাব,
তারা হতে লাগে বড় আকাশ...ইতিহাস
জুটবে পিঁপড়ের ভোজে —ভালবাসার
ঘামে চোবানো ট্রেনের
টিকিটটা উড়িয়ে বাউন্ডুলে গতিতে
ছেড়েছি স্টেশন...হাতের ছোঁয়ায়
জ্যাকপট,সান্ত্বনা পুরস্কারটাই ছিল না।
ছুঁয়ে দেওয়া আঙুল...নখে বিষথলি,সাপ
হয়ে বাগিয়েছে ফনা...
হোলিতে মদ
কিনেছি,খেলিনি লটারী...মেঘ জমলেই
জুতো জোড়া নৌকো,
চৌকাঠে কাদা দেখলেই মনে হয় - কেউ
এসেছিল।
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৪
কবিতা - সেখ সাহেবুল হক
বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ০৬, ২০১৪
কবিতা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন