মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০১৪

কবিতা- সিয়ামুল হায়াত সৈকত

জলের কাব্য



ফোঁটা জল স্পর্শ করে বৃহৎ জলের ঢেউ
নতজানু হয়ে মুহূর্তের স্রোতে বুক ভাসিয়ে পারিশ্রমিক চায়নি ফোঁটারা।
সম্পর্ক তৈরী করে ভাঙাগড়ার খেলায় মত্ত হয় দিনগুলো ওপাশের অপেক্ষমান
রাত বোঝে না তাও
হাজারো সময়সূচি দাগ কেটে দেয় এফোঁড়-ওফোঁড়ে
বেলা অবেলায় প্রশ্ন খুঁড়ে প্রশ্নবিদ্ধ হয় রাতগুলো। প্রেমগুলো।

যায় সময় কিংবা ফোঁটা জলের প্রেমগুলোর ফেরারী প্রেমিক হয়ে