চার  কদম
১
 
একটি সরলরেখা
   
কিছুতেই ধরতে পারছি না 
                    বার বার পিছলে যাচ্ছি
উত্তর থেকে দক্ষিনে ।
২ 
পিপাসা পার হলাম 
                   এইমাত্র 
সামনে কোন সাঁকো নেই আর ।
    
ওদিকে ঝড়ো ঘুম 
                   কুয়াশাবিলাস ।
৩
অভিযুক্ত বিছানা থেকে উঠে এল
    
মজবুত ঘুম
ভোরের উচ্ছ্বাস মেখে ফিতে-বাঁধা জুতো 
হাঁটছে নির্বিকার ,দিগন্ত উদাস ।
৪
 আকাশ খুবলে দিচ্ছে দুটো পাখি
 ঝ 
    
রে 
       
প
           
ড় 
    
         ছে
নীল, নম্রনীল ।






উত্তরমুছুন.......Ridiculous .