নৈরিৎ ইমু
ত্রি- স্বস্ত্যয়ন সংস্কার
প্রথমাংশ- আত্ম কথন
সবর্ণ সূতিকায় সুরনদী এবং জন্ম-ময়ূখ উদ্ভাসিত স্তব পাঠ শেষে পারিজাত বৃক্ষ হয়েছি
তারপর পুনঃরায় সেই পাদপ অধ্যায় থেকেও ঝরে পড়েছি
তারপর পুনঃরায় সেই পাদপ অধ্যায় থেকেও ঝরে পড়েছি
আমি ভুল করেছি পথ বহুবার ...
চলতে চলতে মানুষ পথিক হয়, গলতে গলতে আবার জমাট বাঁধে
আর এতো সব কিছু পেরিয়েও আমি জন্মান্তরবাদের মৌনী গাহনে ডুবে থাকি
ডুবে যাই বারবার।
চলতে চলতে মানুষ পথিক হয়, গলতে গলতে আবার জমাট বাঁধে
আর এতো সব কিছু পেরিয়েও আমি জন্মান্তরবাদের মৌনী গাহনে ডুবে থাকি
ডুবে যাই বারবার।
দ্বিতীয়াংশ-বাঞ্ছা
নীল পাথর ছুঁড়ে ফেলেছি
আমার আমি প্রজাপতিনিবর্ন্ধ।
উদল গায়ের বাঁশিওয়ালা হবো একদিন
বাবুই পাখির মত অহংকারবিহীন
আমার বোনের হাতে গড়া নকশী কাঁথা
একদিন বেঁচতে আসবো তোমাদের দ্বারে ।
আমার আমি প্রজাপতিনিবর্ন্ধ।
উদল গায়ের বাঁশিওয়ালা হবো একদিন
বাবুই পাখির মত অহংকারবিহীন
আমার বোনের হাতে গড়া নকশী কাঁথা
একদিন বেঁচতে আসবো তোমাদের দ্বারে ।
তৃতীয়াংশ-সাধনার প্রেম
আঘাতেও নান্দনিয়কতা রেখো;
দেখো না--
কাঠঠোকরাটাও কত শৈল্পিকতা জানে ।
কাঠঠোকরাটাও কত শৈল্পিকতা জানে ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন