মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০১৪

কবিতা - বিতান চৌধুরি


বিতান চৌধুরি

ভার্চুয়াল
 

ধূলায় যায়
মাঠ বয়াবর। 
চেনা পিচ, অতি প্রাচীন। আলো চিত্রে
জনমানব অতিকায় দেখায়
ঘাস থেকে মাটি থেকে আকাশী আলোয় বসে 
চরকা ঘোরায় 
লাল ঈস্বর

ছাতা ওলটানো বৃষ্টি 
রাজ্যের যতরাজ্যের
চাই না
আমোঘ চেতনায় ধূসর 
ঘোড়ায় ভেজা খয়েড়ি
বৃষ্টিটুকু থাক
এই বলে 

রাস্তা পেরিয়ে দৌড়ে যায়
জড়িয়ে যায়
জেব্রা ক্রসিং 
কান থেকে মাথা 
ছড়িয়ে পড়ে
একদলা কালচে মেরুন
ওরা, রাজ্যের যত রাজ্যের
একদলা কালচে মেরুন