মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০১৪

কবিতা - অলভ্য ঘোষ


অলভ্য ঘোষ

পটাসিয়াম
 সাই-নাইট

কত শরীর 
কোনটা নিঃশেষিত দেশলাই বাক্স কোনটা বা বারুদের গুদাম 
অহোরহো গলির মুখে সওদাগরি ব্যবসা চলে 
আগুন দাউদাউ করে জ্বলে  কাগজ কুড়ানি তুলে নেয় আবর্জনা 
এক রাশ প্রাণ এক মুঠোয় ভিজে যায়  বিক্রি হয় বিক্রি হয় সভ্যতার
পচা দুর্গন্ধ 

কিন্তু কবিতা ?
চটকদার ভোগ্যপণ্যের লেবেল সেটে বাজারে বেরুলো না  কল্পনার ছেঁড়া
পাতা গুলো কুড়াল না কেউ  তবে কী সে মৃত্যু দূত এক টুকরো পটাসিয়াম
সাই নাইট  সকলের অগোচরে কবির হৃদয় পুড়িয়ে যাবে