কুম্ভীপাক
স্বকীয় বালিশ তুমি,
ঘুমাও এখন
অনেক তুলোর ভারে,
নির্জনতা ব্যাকস্পেসে চেপে
গিয়েছে সুদূর নিরক্ষর দেশে
যে ব্যথা অক্ষরহীন তার ওই মনের গভীরে
কেউ ভুলে ফেলে গেছে অসমাপ্ত লেখা
চৈত্রের হাওয়ায় অবোধ পয়ারে তার উপরতি জাগে
অঘোর বালিশ, তবে ঘুমাও এবার
স্লিপিং পিলের ঘোরে যন্ত্রণাশাবক
কেঁদে ওঠে সুখ চায় বিছানো জগতে
সে যেন শরীর খুলে একা একা নিজের কুম্ভকে
নাভিচক্র সবেগে ঘোরায়,
তারপর তোমার দংশনে
বালিশ ঘুমায় আর
ক্রমে জেগে ওঠে...
aaaa
উত্তরমুছুন