মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৩

কবিতা - ফারহান ইশরাক

ভয়কাতরতা
ফারহান ইশরাক



নির্ভীকতার উপাচার পায়ে ঠেলে এক জন্মান্ধ বীরত্ব পূজারী একদা
বলেছিলো: যাকে তুমি সাহস বলে বড়ো গলায় স্তুতি করো সবই তার
জন্ম নেয় অন্ধকার ভয়ের জঠরে। মুক্তি মৃণাল খুঁজে পাবে বলে
কেউ কেউ দেশলাই জ্বালে কেউ আবার হাত ঠোকে বিদ্যুতের স্তনে।

ক্ষেপণাস্ত্রের নাভি কেটে কুঠুরিতে পিঁপড়ে হয়ে ঢুকি, কাপুরুষের
করুণতা ছাড়া অন্য কোনো দূরদৃষ্টি আমার যে কখনো ছিলো না
শঙ্কার জরায়ুতে ভ্রƒণাবস্থা থেকে উদয়ের আভাস দেখে প্রবোধের
পিতা নামে ডাকি; বিশ্বাসের সারবত্তারূপে তা পেয়েছি বংশক্রমে।

যে রাজা সুযোগ বুঝে আমাকে শাসায় তার নাম ভয়কাতরতা, তবু
দ্যাখো, কত ভ্রান্ত শাসকের বাক্সপেটরা ভোটে ভরে যায়, ভয়কে বন্ধু
ভাবি বলে রাজতন্ত্রবিরোধী আত্ম স্পর্ধায় তাকে চমকে দিতে পারি।