মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৩

কবিতা- দেবযানী বসু

দেবযানী বসু
কিশলয় পথ



বেলপাতার দু পিঠে ভিসার বৈধতা । এরপর তৃতীয় নয়নের অনুসন্ধান । বাদামি রঙের আগে সবুজ রাজত্ব করে গেছে । নখে নখে সারা পড়ে গেছে সারা পাড়াতেই । খুঁটে খেয়ে বেঁচে থাকা কলামণ্ডল ভেজাল জল চালাচ্ছে ।

স্নেহচর বিশেষ্যদের নিয়ে আসলে মুস্কিল । ঘাট থেকে ঘাটে ওই কচুরিপানা কি মেশাত লিকারে কে জানে । কচুরি খাব কি খাব না তাও বুঝতে পারিনি। খেলাঘর ভালোবেসে লুচিপাতাকে ভুলিনি কখনো । ছাড়তে ছাড়তে আসা ঘাটের নোটিস মনে রয়ে গেছে । সম্পর্কে গুলে যাওয়া ডেটল আর টুথব্রাশ এখনো লাইনে দাঁড়িয়ে। মজবুত মতামত মনফসলি...

ফেরার পথে ঠুন ঠুন সংগমের সেক্সি ছাগল হাইওয়েতে উঠে পড়ে ।