মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৩

কবিতা - অরবিন্দ চক্রবর্তী

তোমার দিকে ফেরা
অরবিন্দ চক্রবর্তী‍


ফিরছি, পিঁপড়ে যেভাবে ফেরে, পাখি যেভাবে ফেরে।

ফেরার রাস্তা অনেক, অথচ আমার কোনো পথ নেই।
ফিরে যাওয়া মানে এটুকু বুঝি তোমার দিকে যাওয়া।
আমার স্বপ্নচারী পা হয়তো তোমার দিকে যাচ্ছে...

আমি যাচ্ছি, আর তোমার পিতৃদেবের ছায়া সরে সরে যাচ্ছে।
আমি যাচ্ছি, আর তোমার ধনতান্ত্রিক বাসনা গোখরো ফণা দেখাচ্ছে।

তাহলে আমি কীভাবে যাব? যতবার আমি ফিরে যেতে চাই-
পথ একটাই তোমার বুকে যাওয়া
আমি ঠিক তোমার বুকে যাচ্ছি...

যেতে যেতে পথে মুঠোতে নিচ্ছি তোমাকে হারিয়ে ফেলার দীর্ঘশ্বাস।
আর তুমি তো জানো, তোমাকে হারানো সহজ নয়।
হারিয়ে ফেলার পরও আমার অস্তিত্বে তুমি করছো ভালোবাসার ধ্যান ।
আমি তোমার পবিত্র ভালোবাসার দিকে ফিরছি। আমাকে গ্রহণ করো।