মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৩

কবিতা - দেবাশিস কোনার

রয়েল জীবন
দেবাশিস কোনার



অমন ঘন কালো আঁধারে বৃষ্টির ফোঁটা মন্দ না
দেশটা বুঝি তোর বাপের একার - একথা ভাবতেই
জ্বলে ওঠে আলো । এতক্ষণ লোডশেডিং ছিল
মাঝে মাঝে জোনাকির আলো পুকুর পাশের ঝোপে
তালগোল পাকানো নদীর চর ও দূরবর্তী শিয়াল ডাক ।
রান্নাচালায় কুণ্ডলী পাকানো ধোঁয়ায় চোখে জল
অথচ সময় মত তৎপরতা না দেখালে হিতে বিপরীত
রাঘব মাঝির ওই যে স্বভাব খানা - মাল টানতে টানতে
অর্ধ-চেতনায় গা ঝেড়ে উঠে বসলেই হল;'ভাত বারো'
দ্রুত সম্বরা শেষ করে হেঁসেলময় গন্ধ ছড়ায়
জোতজমির হিসেব আর রয়েল জীবন খানা-পিনা
মাগ-ভাতারের সম্পর্ক স্মৃতি উসকে দৌড় লাগায়
রেডিওতে গান বাজে, খোয়াবে ভাসতে থাকে স্ত্রী ।