মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৩

কবিতা - তন্ময় ধর


ক্ষুধানিবারণ পর্বাধ্যায়
তন্ময় ধর



অদৃশ্যত
         একঝাঁক তীরের ভেজিটেবল আর্তনাদ
আমি
এমনই উতল স্বাদে উড়ছি

বিশুদ্ধ গৌড়ীয় অরন্ধনে
জড়িয়ে যাচ্ছে গাঙচিলের ডানা-মাংস ও ডাকঘুড়ি

নীল অঙ্গবস্ত্রে
  তুই
ব্যথার বাঁদিক থেকে

ডানদিক থেকে
ব্রত ভেঙেছে কুসুম

গরম ভাত মাখাই হল না
অবেলার
     নির্জনতায়

সিদ্ধ শ্বেতসারের ভেতর
 কথা
   ছল ছল

আগুনটা একটু উসকে দাও...
পাখির
     পায়ে
         লেগে থাকা রক্তের
পাশ থেকে
         ঘুমের ছদ্মবেশ খুলে যাচ্ছে