মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৩

কবিতা – বারীন ঘোষাল


বৃষ্টি ওঠা
বারীন ঘোষাল


 
আলোবাতাসের অস্তরা সকালের জেল ঘিরেছে
অনেক পাখির পাখিরা
       অনেক লৌকিক বিমান
                অনেক আত্মা
       আমোদর
নামবো নামবো
#
আকাশের নিচে কমন কফিকাপ নিয়ে বসেছি
আর কেমন করে খুলছি আকাশ
#
বৃষ্টি ওঠার আগে তিতলিয়ে গেল সুলতা
শেয়ার বাজার শোয়ার বাজারে ভিজে যাবার ভয়ে
                  আর উঠলো না
ভেতরে ভেতরে ভিজে গেল রামধনু