ইচ্ছে
নীলাঞ্জন সাহা
দশদিকে দশটি কবিতা রেখে সটান ঘুমিয়ে পড়ব
এই যুদ্ধের মাঠে , নির্বিকার !
অস্ত্র ছিল না কোনো হাতে ,এমনকি লাঠি
চাঁদ দেখতে দেখতে হোঁচট খেয়ে পড়েছি গর্তে
আর মুখের গন্ধ শুঁকে গেছে পরিচিত লোক ,
রাত্রি জেগেছি কিছু কাক ও কুকুরের সঙ্গে
জল খুঁড়ে তুলে এনেছি মাটি ও শব্দের শুশ্রূষা ;
আজ মনেহয়
আমার আঙুলেও কিছু শব্দ লেগে আছে
বহুদূর হেঁটে এলে যেমন জুতোয় লেগে থাকে
কিছু রাস্তা !
নীলাঞ্জন সাহা
দশদিকে দশটি কবিতা রেখে সটান ঘুমিয়ে পড়ব
এই যুদ্ধের মাঠে , নির্বিকার !
অস্ত্র ছিল না কোনো হাতে ,এমনকি লাঠি
চাঁদ দেখতে দেখতে হোঁচট খেয়ে পড়েছি গর্তে
আর মুখের গন্ধ শুঁকে গেছে পরিচিত লোক ,
রাত্রি জেগেছি কিছু কাক ও কুকুরের সঙ্গে
জল খুঁড়ে তুলে এনেছি মাটি ও শব্দের শুশ্রূষা ;
আজ মনেহয়
আমার আঙুলেও কিছু শব্দ লেগে আছে
বহুদূর হেঁটে এলে যেমন জুতোয় লেগে থাকে
কিছু রাস্তা !
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন