মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৩

কবিতা - ব্রততী চক্রবর্তী

ভাঙা আয়না এবং
ব্রততী চক্রবর্তী
.


কেমন তোমায় ভুল বোঝায়
জানো কি !
ম্যাজেন্টা রঙের হাসি
কলকল ঠোঁটের হীরক বলয় |

চাঁপা ফুলে কান পাতলে কি ?
জং ধরা কোনো তালার ওপার থেকে
ফিস ফিস করে
কথা বলে কিছু
ক্ষুদে লাল চৌখুপি !
রাতের সচল স্বপ্নে একপাশে নিথর ঘুম |

তবে তোমার উদাসীন নীরবতাকে
রাখো এই চিবুক চোঁয়ানো ছোট্ট তিলে |

কুচি কুচি করে
ছিঁড়ে ফেলা
সাদা নীল পেঁজা তুলো
পথ চিনে
বার বার
ফিরে আসে ।
প্রতিবার
সীমান্তের ওপার করে
ভাবি
এই বার
ভুল হয়নি কোনো,
ভুল ভুলাইয়া পথে নির্ঘাত অপঘাতে মরন !

তারপর ছাই ছাই ওড়নাতে কিছু বিকল
মেমরি গেম - জড়সড় দলছুট নিঃস্ব |

এখন
দখিনা বাতাস কে ফাঁকি দিতে
সামন্তরিক, রম্বস আঁকি
নরম বালিশে মাথা রাখে
রঙ চটা বিত্তহীন
কিছু শব্দ
অতি সাবধানে পার হয়ে যাই -
অনেক পথ বাকি
অ্যালিসের জানালা তো এখনো খোলা |