মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৩

কবিতা - বাণীব্রত কুণ্ডু

পুতুলের ঘরবাড়ি
বাণীব্রত কুণ্ডু



আমাদের সব পুতুলবেলার খেলা
শেষ হয়ে যায় অনেক আগের দিনে
তখন বাতাসে না বুঝে খেলেছি যাকে
ভালো হয় যদি তাকেই না বুঝে নিই চিনে
আমাদের সব পৃথিবীর গ্রামে গ্রামে
পুতুলের বড়ো প্রয়োজন বোধ করি
তখন যদি বা বুঝতাম এতকিছু
দু-হাতে নিতাম তুলে পুতুলের ঘরবাড়ি...