মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৩

দুটি কবিতা - সুলতান সালাহ্উদ্দিন

এই তো আছি বেশ
সুলতান সালাহ্উদ্দিন



শৈশব বাড়িতে এক বেহালা বাদক বাঁজাতো অদ্ভুত করুণ সূর।
সেই সূরে সকলেই পেতো আনন্দ শুধু সেই লোক
কাঁদতো তার ভাঙ্গা বেহালার মতো।
আজো সেই বেহালা সূর কান অবধি বাঁজে নিরন্তর মেঘলা গান
ঝিঁ ঝিঁ পোঁকার সূরে...
তাই সূর শুনতে চলে যাই-সবুজ গ্রামের কোন পাড়ভাঙ্গা পুকুরে
সেখানে ঝিঁ ঝিঁ পোঁকারা আমাকে শেখায় কিভাবে মানুষ হতে হয়।
হতে হয় শুদ্ধ সমান ভোর।
ইদানিং সন্ধ্যা হলেই বেরিয়ে পড়ি,
দেখতে থাকি জোঁনাকি পোঁকা আর শুনি ঝিঁ ঝিঁ...



ময়নাতদন্ত


আপেক্ষার ময়নাতদন্ত করতে দেখি কেমন লাগে...


চিত্র-১

তীরে আঁটকানো শোকার্ত মাছ। জলের চেয়ে
প্রিয় তার কী হতে পারে?
আসুন জল খুঁজি...


চিত্র-২

শেকড় উপরে পড়া বৃক্ষ। মাটির তীব্র প্রয়োজন।
আপেক্ষা। প্রিয় মানব জাতি, একটু হেসে উঠূন!


চিত্র-৩


বলার প্রয়োজন নেই, পৃথিবী একা আলোকিত জাহাজ...