মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৩

কবিতা - ঋতুপর্ণা সরকার

ঋতুপর্ণা সরকার
প্রেম এখনো থাকে



আজকাল চন্দ্রাহত হওয়া হয়না আর...
বহু যুগ ধরে একই নিয়মে যেহেতু চাঁদ ওঠে
বৈচিত্র্য বিহীন পদ্ধতির মতো খুব সিরিয়াস ভঙ্গীতে
একই ভাবে, একই জায়গায়, একই জন্যে,
ঠিক আমরা যেমন দায়িত্ব পালন করি
একঘেয়ে ভাবে...।
কান পাতলে যদিও জ্যোৎস্না ঝরে
চোখ মেললে চাঁদ রঙের ক্যানভাস।
পথেঘাটে আজ জ্যোৎস্না গোপন আদর
অকপট আজ সঙ্গোপনের খেলা
তবুও সম্পর্ক চিরে ধূসর রঙই দেখি
ভীষণ একঘেয়ে প্রেমের সামলে সুমলে চলা
বেপরোয়া চাঁদও ক্লান্ত স্থবির আজ
আজকাল আর চন্দ্রাহত হওয়া হয় না!

1 comments:

ritu4U বলেছেন...

খুব ই ভাল লাগ্ল...তবে কোন মন্তব্য কোন লেখার জন্যে সেতা আলাদা করে বঝা যাই নি...তবে সে সব বাদ দিয়েও শুভেচ্ছা জানাই...আর সমৃদ্ধ হোক...