মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৩

কবিতা – অনিমেষ সিংহ

জন্ম অনিমেষ সিংহ


একদিন গল্প দাঁড়িয়ে পড়বে গাছের নীচে
কবিতা একদিন আশ্বিনের
নদী হবে

শকুন্তলা অরণ্যে লুকাবে হরিণ চোখ ,
রাজার ঘোড়া ছুটে যাবে পশ্চিমঘাটের কোন এক ঝর্নার দিকে ।

সাঁওতাল যোদ্ধার লবণাক্ত শরীর
পাতার আড়ালে ঢেকে
নেবে যুবতী

তার আঙ্গুলে মাটির গন্ধ
তার নখে সবুজ ঘাস
তার তলপেটে বাঁশির সুর

নদীর চরে জন্ম নেবে
অনার্য

ইচ্ছে করেই
বোধিবৃক্ষ ছোঁয়াবে না
তার বুকে