শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২

কুন্তল মুখোপাধ্যায়


যে ছেলেটি এবারও পুলিশ হতে পারলো না

ধানের সবুজ মাঠ
, এবছরও আমি কাঁটাবন

বিরাট পাথর ছায়া, বিড়িটানা শেষ অবেলায়
টাকা রেডি ছিল, তবু পুলিশ হওয়া হল না আমার !  

দিবাস্বপ্ন, দিয়েছিল অলৌকিক বসন্তবাহার
ভিজে গামছা গায়ে আহা খরা দিনে শীতল পরশ
চারা খেয়ে নড়েছিল মাছফাতা, জল ও বৃত্তেরা

ওপাড়ার মীনারাও হেসেছিল অর্থপূর্ণ হাসি !

শোনো শোনো ধানমাঠ হাফহাতা ভাতের মধ্যে মাঠ
দম হবে রোদে রোদে দুখানি ফুসফুস ছিল দামি

গ্রাউন্ড কমপ্লিট ছিল, মেডিক্যালে বাদ গেলাম আমি

এবারে লটারি অন এবারে তাসের খেলা জমো
জমো ধার করবার জমো কিছু খুচরো সন্ত্রাস

এ- হাওয়ায় নির্জনতা, নগ্ন হবো একটি দৃশ্যে আমি
এবার পেচ্ছাবে আঁকবো পার্লামেন্ট,মন্ত্রি মিছিল

লু-বাতাসে দুলে উঠবে আমার সফল হাইড্রোশিল ...