জুরুল
আকাশে বড্ড মেঘ
আর তুমি গন্ধরাজের ত্বকের থেকেও বেশিফর্সা
একদম কোথাও, কোথাও তোমার একটুও খুঁত নেই গো...
কী এমন ক্ষতি হতো বলো ? যদি থাকত তোমার নাকের নীচে একটি ছোট্ট তিল
কী এমন ক্ষতি হতো যদি থাকতো-
তোমার বুকের উপর একটি জুরুল...
তোমার ত্বকের
উপর থেকে
গাঁদা ফুলের পাতার মতো গন্ধ ভাসে...
আঃ মোহময় তুমি জারুল ।
আমি তো এতটা সুন্দর কখনও ভালোবাসিনি
এই বিষন্ন গরমে তোমার মুখে বিন্দু বিন্দু ঘাম
তোমার গলার 'V' ধরে নেমে আসে
নাভি থেকে বাতাস টেনে তোমার দিকে ফুঁ দিই
আমি এতটা সুন্দর
ভালোবাসিনি কখনও-
ভালোবেসেছি তিল, জারুলের সর্বঅঙ্গের ক্ষতগুলি...
1 comments:
আহা সঞ্জয়দা, মুগ্ধতায় ভাসালে।
একটি মন্তব্য পোস্ট করুন