জন্ম জন্মান্তরের এই তো কবিতা   
কী আর লিখব কবিতা পৃথিবীতে বহু কবি আছে
তারা কত ফল ফলিয়েছে শুভেচ্ছা পাঠাব গাছে গাছে
গাছ থেকে ফুড়ুৎ কবিতা  ট্ট্যাটোস্ফিয়ারে চলে যাবে
মহাশূন্যে ধাক্কা পেয়ে ফিরে ছাদে বসে ডানা ঝাপটাবে
অ্যান্টেনাবিহীন সেই ছাদ দড়ি নেই কাপড় মেলবার 
কবিতা কোথায় শুকাব ব্যাপারটা বেশ মজাদার
কেমন ধাঁধাঁয় পড়ে গেছি পেয়ে গেছি ধাঁধাঁর কবিতা
বাড়ি ভর্তি ডায়েরী কলম মা বাগান দাদার সব-ই তা 
তাহলে কবিতা লিখব কেন কেন মিছামিছি কবি সাজা
ভিখারীর সব কেড়ে নিলে হাসবেই ফকির সে রাজা 
হাসিদের কথাতেই আসি গমগম সরগরম ছিল
হাসিগুলি হাসাহাসি করে বেমালুম কবিতা লিখে দিল
হাসিগুলি ভালো ছিল আলোকিত ছিল সব ডানা
কবিও চিঠির উত্তরে লিখে দিল কক্ষনো কবিতা লিখব না 
কি আর লিখব কবিতা পৃথিবীতে কবিতা-তো ঢের
এবার মরলে  কবি হবো কবি হয়ে জন্ম নেব ফের।   






0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন