শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২

কৌশিক বিশ্বাস


কাল জন্ম

একটু একটু করে সেঁকে নিচ্ছি শরীর একটু একটু করে উষ্ণ হচ্ছে ধমনীরক্ত
মজ্জায় মজ্জায় মিশে থাকা ভয় আর নিরাপত্তাহীন হৃদপিণ্ড ...
বুকের ভেতর জন্ম নিচ্ছে এক দ্বীপ যার চারপাশে শুধু মৃত মানুষের হাড় অথবা
অসীম অন্ধকার এক ... 
আমাদের যেন সোচ্চার হতে নেই

ক্ষণজন্মা লোভের মতো ফুস করে উবে যায়
প্রতিবাদ হরিনাম জপের মতো লালা বেয়ে নামে
আমার শ্বেতরক্ত আমার অসুখ আমার
বিবমিষা পুড়ে যাচ্ছে আমার সমস্ত
জরাগ্রস্ত শরীর এবার দাও কাঙ্খিত আগুন ...
                                           
শব পুড়ে ছাই হয়ে গেলে কীভাবে পোড়াবে বলো