মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১২

প্রলয় মুখার্জী


ব্রহ্ম 

এখন আমি মৃত্যু উপত্যকায় নীল চাঁদ দেখছি
আর শ্যাওলা খাচ্ছি, দিকে দিকে বাঁকা লিঙ্গের যোনি প্রার্থনা
আর পাঁচটা কুকুরের লালার মতো ঝরছে তো ঝরছেই।

আজও আলোকে পুজো করে চলেছে কিছু
ব্রহ্ম শব্দ, কেউ কেউ মেতেছে  - অস্তিত্ব আছে নামক
তৎসম চাঁড়াল ধ্বজভঙ্গে............
আমি অন্ধকার ঘেঁটে ওদেরওম স্বাহা-কে
বলে এসেছিপাগলিকে গণ-ধর্ষণ করছে তোর সৃষ্টি

ভাবি ব্রহ্ম বন্দনা নিছক মনোরঞ্জন ছাড়া আর কি



5 comments:

KRUCIAL বলেছেন...

নাইস ...গিভ ইট টু মি ...গিভ ইট টু মি ...

ভারী কবিতা

একটু হেলানো যেতো

milan বলেছেন...

দুর্দান্ত লেখা ।

Banibrata বলেছেন...

ওউফ্‌!!! ব্যাপক! সম্পূর্ণ কবিতাটিই অসাধারণ, তবে একটি অনন্য চরণ এটি - "ভাবি ব্রহ্ম বন্দনা নিছক মনোরঞ্জন ছাড়া আর কি"_দারুণ লাগল দাদা।

Amalendu Chanda বলেছেন...

প্রলয় তোমার কবিতাটা সুন্দর, কিন্তু তবুও সুভাষ মুখ'র কোটি লাইন বলতে ইচ্ছে করছে -
"... কখনো কখনো চোখের কুয়োয় জল তোলে
কান্না নয়,
জ্বালা!
বোকা মেয়ে
ভিজে কাঠে যখনই ফুঁ দিই
কিছুতে ধরে না আঁচ
ধোঁয়ায় ধোঁয়ায় চোখে ধরে জ্বালা!
যেদিকে তাকাই
সমস্ত ধোঁয়ায় ধোঁয়ায় ধোঁয়াকার
...জীবনের এই হাল,
তা বলে বছরভর নয়,
শুধু বর্ষার ক-টা মাস!
শুকনো কাঠে গঙ্গনে আগুন হবে ...
তখন আবার...
দেখতে দেখতে..."

Ulka বলেছেন...

স্লিম অ্যান্ড ট্রিম।
"আজও আলোকে পুজো করে চলেছে কিছু
ব্রহ্ম শব্দ, কেউ কেউ মেতেছে - “অস্তিত্ব আছে” নামক
তৎসম চাঁড়াল ধ্বজভঙ্গে............"
এই জায়গাটা একটু ছড়িয়েছে কবিতাটা পুরো যেভাবে এগিয়েছে তার মধ্যে এটা ভুঁড়ির মত যদিও সামান্য কিন্তু সিক্স প্যাক হোলে জমে যেত গুরু...