#
#
যুদ্ধ শুরুর আগে তিনি মানুষ কে দিলেন সমুদ্রের পোশাক
করতলে আয়ুশাখা আর গাছ থেকে খসে পড়ার সংকেত
অতঃপর নদীর পালাগান গাইলো অরণ্য মেরু
#
আগামী পূর্ণিমায় তিনি পরিপূর্ণ আকাশ হবেন , সেতারের মতো কথা বলবে চোখ ,
মাটির মতো উজ্জ্বল কাঁধ , অলৌকিক পাখিময় চুল
দিগন্তে বিলীন হয়ে থাকবে প্রার্থনা
#
আর ওইদিন নৈশ ভোজের পর
তিনি মানুষকে ছবি আঁকতে শেখাবেন
#
তিনি বাঁশী বাজালে চাঁদও রাখাল
দিগন্তে বিলীন হয়ে থাকবে প্রার্থনা
#
আর ওইদিন নৈশ ভোজের পর
তিনি মানুষকে ছবি আঁকতে শেখাবেন
#
তিনি বাঁশী বাজালে চাঁদও রাখাল
4 comments:
"তাঁর পায়ে ইশ্বরের শব্দ"
এই লাইনটাই একটা এক ঘর ভাবনার জন্ম দেয়।
"তিনি বললেন যুদ্ধ করো মানুষ ...এই রক্ত , এই বারুদ , অসংখ্য কুরুক্ষেত্র
সব ময়ূরের মতো ডানাওলা মিহি মেঘ"
ঠিক এই ভাবেই আমৃত্যু ভ্রান্ত বোধ ঈশ্বরের প্রতি বেঁচে থাকবে...যুদ্ধ থাকবে, খুন থাকবে, ঈশ্বরের পায়ের শব্দে।
খুব খুব ভাল লাগল আর বলিষ্ঠ চিন্তার জন্ম দিল।
একদিন - মানুষ ঈশ্বর হয়ে গেল!
তবুও ঈশ্বর রয়ে গেল -
বোধের বীক্ষণে, সম্পূর্ণ নতুন সে ঈশ্বর -
Its a song of praise and joy, something like a hymn. khub bhalo
sundar
তোমার বলিষ্ঠ লেখা বস্!
দারুণ
একটি মন্তব্য পোস্ট করুন