শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২

ইন্দ্রনীল তেওয়ারী


শিরোনামহীন

ভাবনার ভিতর হেঁটে যেতে গিয়ে বুঝেছি
অনেক দূর চলে গেলে,
ফেরত যাওয়ার সমস্ত রাস্তাই দিক বদল করে।
ঠিকানার চিঠিরা পুড়ে যেতে থাকে অহর্নিশ।

মুখ চুম্বনের সময় ভুলে যায়
ঠোঁটেরও প্রান্ত বদল হয়,
সুখ আর তৃপ্তি খুন হয়ে যায় পরস্পরের হাতে।

আমাদের ভালবাসাবাসিরা মোহনা খুঁজে পেলে
প্রকৃত জলের ভেতর ঢুকে পড়ে লবন স্বাদ।

আমরা ক্রমশ দূরে চলে যেতে থাকি।
আমাদের কোন অলফাজ থাকে না,কোন নৈশব্দও...

4 comments:

milan বলেছেন...

"আমরা ক্রমশ দূরে চলে যেতে থাকি।
আমাদের কোন অলফাজ থাকে না,কোন নৈশব্দও" ......... অসম্ভব ভালো লেখা । মুগ্ধ হলাম ভাই ।

Banibrata বলেছেন...

"মুখ চুম্বনের সময় ভুলে যায়
ঠোঁটেরও প্রান্ত বদল হয়,
সুখ আর তৃপ্তি খুন হয়ে যায় পরস্পরের হাতে।"

__আহা! আহা! আহা! - মনটা কেমন অন্তহীন হয়ে গেল...

Preetha Roy Chowdhury বলেছেন...

ভালো লাগল...।

bidisha sarkar বলেছেন...

sundor!