মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১২

দেবাদৃতা বসু


আগ্নেয়গিরি আর মরীচিকা



মানচিত্রের মতো একপেশে জীবন,
পায়ে হেঁটে ধর্মতলা থেকে সেন্ট্রাল , পোড়া ভুট্টা আর ঘুড়িতে
উপচে পড়ে মারিয়ানা ট্রেঞ্চ
ব্রা এর ষ্ট্রাপের মতো ফটোট্রপিক চলনে সরে সরে যায়
ল্যাটিটিউডস্ আর  লঙ্গিটিউডস্  
লাভাগুলো সত্যি সত্যি জ্বলে ওঠার আগেই স্থগিত ফেস ওয়ান
তারপর শুধু ঝুলে থাকা ভতুড়ে বাড়ির দেওয়ালে  


2 comments:

KRUCIAL বলেছেন...

যেটা সুমিত দাকে একটু আগে বলেছি,লক্ষ্য কর

'উপচে পড়ে মারিয়ানা ট্রেঞ্চ ।
ব্রা এর ষ্ট্রাপের মতো ফটোট্রপিক চলনে সরে সরে যায়
ল্যাটিটিউডস্ আর লঙ্গিটিউডস্ '

এতোগুলো ভিন্নস্বাদের শব্দ একজায়গায় জড়ো হয়ে গিয়ে রেসিপিগুলোর আলাদা আলাদা ফ্লেভার গুবলেট করে দিলো,কবিতার শ্রীশরীরে শব্দগুলি বিশেষ বিশেষ সেন্সিটিভ আসন গ্রহণ করতে পারত,বাড়তি গ্ল্যামার টা মিস করে দিলি ...

Ulka বলেছেন...

আমি রিকের সাথে এক মত কবিতার ফ্লেভারটা ঘেঁটেছে। তবে যে বক্তব্য স্পেস আর প্রকাশ ভঙ্গি সেটা বেশ ভাল লাগল।