শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৩

কবিতা - রণদেব দাশগুপ্ত

ছিটমহল
রণদেব দাশগুপ্ত


মগজের আনাচে-কানাচে
ছিটমহলের গান শুনি |

তুমি কি এখুনি
আদিগন্ত জ্বালিয়েছো ইচ্ছের প্রদীপ ?
তারা টিপ্ টিপ্ আকাশের গান
তোমার সাম্পান হয়ে ভেসে আসছে আমার বন্দরে -
যে ফুলেরা ঝরে
ভোরের সংলাপ লেখা শরীরের চূড়ান্ত প্রণামে
তুমি তার মতো হ'তে পারো ?

আমিও তো কারো
সিপিয়া রঙের ছবি
হারিয়ে ফেলেছি এতদিনে |
শীতের উত্তরে আর বসন্ত দক্ষিণে
ডানে-বাঁয়ে আনাচে-কানাচে
যখন যেখানে যাই
ছিটমহলের গান বাজে |