দু'জনে   
  
ঘোর লাগা পৃথিবীর আঁকা বাঁকা
স্বর্গের স্বপ্ন দোলে চোখ পর্দায়
স্ফুলিঙ্গ দৃষ্টি সমস্ত উত্তপ্ত জমিন জুড়ে
যেখানে জয়ী আমি আর তুমি
জিনত জাহান খান 
ঘোর লাগা পৃথিবীর আঁকা বাঁকা
 সধবার সিঁথি প্রান্তে দু জন আমরা 
স্বর্গের স্বপ্ন দোলে চোখ পর্দায়
 কম্পমান হৃৎপিন্ড ঝড়ের পাখি
 নয় অজানা পরের বাঁকে আর নেই কেউ
 তুমি আর আমি , আমরা । 
স্ফুলিঙ্গ দৃষ্টি সমস্ত উত্তপ্ত জমিন জুড়ে
 কূল ছাপিয়ে অন্ধ অদৃশ্য নদীর খরস্রোত
 তীব্র আর্বতে চিহ্ন যায় মুছে দুরন্ত পৃথিবীর 
যেখানে জয়ী আমি আর তুমি
 আমরা দু'জন । 







0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন